হাইটেক পার্কের বিদ্যুত বিল ইউনিট প্রতি ৫ টাকা নির্ধারণের অনুরোধ

৮ জানুয়ারি, ২০২৩ ১৮:৫৭  
পাইকারি পর্যায়ের পর এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ সুপারিশ কার্যকর হলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বেড়ে যাবে ১ টাকা ২১ পয়সা। রোববার (৮ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটরিয়ামে দুই দিনব্যাপী গণশুনানির প্রথম দিনে এ সুপারিশ উত্থাপন করা হয়। তবে এই শুনানীতে অংশ নিয়ে কোনও ধরনের লাভ ছাড়া কম দামে হাইটেক পার্কের জন্য বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ১০৯টি হাইটেক পার্কের জন্য আলাদা ক্যাটাগরিতে বিদ্যুৎ চেয়েছেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। আবেদনে তিনি হাইটেক পার্কের বিনিয়োগ কারীদের জন্য কৃষি সেচ পাম্পের অনুরূপ বিশেষ গ্রাহক শ্রেণী সৃষ্টি এবং ইউনিট রেট ৫ টাকা নির্ধারণের অনুরোধ করেছেন। আজ বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব তিনি। কয়কদিন পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিইআরসি। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বিদ্যুতের সঞ্চালন ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশনানিতে আগামীকাল পর্যন্ত শুনানি চলবে। শুনানির বিষয়ে ৬০ কর্মদিবসের মধ্যে বিদ্যুতের দামের ওপর আদেশ ঘোষণা করবে বিইআরসি। অর্থনৈতিক সঙ্কটের মধ্যে এ মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো হলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে বলেন মনে করছে ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। আগে গত বছরের ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর পর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ ছয়টি প্রতিষ্ঠান।